34 C
Bangladesh
Monday, June 5, 2023
Homeবিশ্বগ্রীসে ট্রেন দুর্ঘটনায় ২৯ জন নিহত

গ্রীসে ট্রেন দুর্ঘটনায় ২৯ জন নিহত

গ্রীসের লারিসা নগরীর কাছে মঙ্গলবার রাতে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় কমপক্ষে ২৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফায়ার সার্ভিসের এক মুখপাত্র জানান, এথেন্স ও থেসালোনিকির মধ্যে চলাচল করা ট্রেন দুটির মধ্যে সংঘর্ষে মধ্যরাতের একেবারে আগে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেন দুটির একটি মালবাহী ও অপরটি যাত্রীবাহী ছিল। যাত্রীবাহী ট্রেনটিতে করে ৩৫০ জনকে পরিবহন করা হচ্ছিল। তিনি আরো জানান, সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মুখপাত্র ভাসিলিস ভতরাকোজিয়ানিস এক সংবাদ সম্মেলনে বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো বলেন, এ ঘটনায় এখনো আটকে থাকা লোকজনকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এতে ‘৮৫ জন আহত হয়েছে এবং তাদেরকে পার্শ¦বর্তী বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।’
গ্রীসের সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে এটি দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।
গ্রীসের জরুরি সার্ভিস জানায়, দুর্ঘটনা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রায় ১৫০ জন দমকল কর্মী এবং ৪০টি অ্যাম্বুলেন্স সেখানে পাঠানো হয়েছে। ধ্বংসস্তুপ সরাতে এবং উল্টে যাওয়া যানবাহন টেনে তুলতে বিভিন্ন ক্রেন ও মেকানিক্যাল কর্মীদেরও কাজে লাগানো হয়েছে।
এদিকে এক উদ্ধার কর্মী বলেন, ‘আমি আমার জীবনে এ রকম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দেখিনি। ট্রেন দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর আমরা লাশগুলো উদ্ধার করি।’
এ ঘটনায় ট্রেনের একটি বগি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হওয়ায় উদ্ধার কাজ একেবারে কঠিন হয়ে পড়ে। এছাড়া অন্যান্য বগি থেকেও ধোয়া বের হতে এবং আগুন জ্বলতে দেখা যায়।
মুখপাত্র বলেন, ‘অধিকাংশ যাত্রীকে নিরাপদ স্থানে নেয়া হয়েছে।’
সরকারি টেলিভিশন কেন্দ্র ইআরটি পরিবেশিত খবরে বলা হয়, সংঘর্ষের পর ট্রেনের বগিগুলোর একটিতে আগুন ধরে যায় এবং অনেক মানুষ ভিতরে আটকা পড়ে।
তিনি আরো জানান, ১৯৪ যাত্রীকে বাস যোগে থেসালোনিকিতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img