চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক কর্মীর ছুরিকাঘাতে ক্যান্টিন কর্মচারী মো. ফরহাদ নিহত হন। তার বয়স ২২ বছর। তিনি কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা নূরসালামের ছেলে।
রোববার সকালে হাসপাতালের কর্মচারী ক্যান্টিনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
“কিছু দিন আগে ফরহাদের মোবাইল ফোন হারিয়ে যায়। মাসুদ সেটি উদ্ধার করে দেওয়ার পর ৫০০ টাকা দাবি করে। সকালে টাকা নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ ফরহাদকে ছুরি মেরে পালিয়ে যায়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেকর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।