চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরা এলাকা থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার দিবাগত রাত ১টার দিকে অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় একটি পরিত্যাক্ত বাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করে কোস্টগার্ড পূর্ব জোনের সাংগু স্টেশনের একটি টিম। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পলিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে কোস্টগার্ড। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা বলে জানানো হয়েছে।