চায়নায় দুই জন মাছশিকারীর জালে এক অদ্ভুদ মাছের সন্ধান মেলে। মাছটিকে দেখে শিকারিরা বিস্মিত হয়ে যান। এই রহস্যময় মাছটি ১৬ জুলাই মাছ শিকারির জারে ধরা পরে। মাছটি দেখতে অদ্ভুদ। লম্বায় ৭ ফিট, ওজনে ২২০ পাউন্ড। চায়নায় পিপলস্ ডেইলি অনলাইনে ব্যাপকভাবে মাছটির ছবি শেয়ার হয়। চায়না মিডিয়া মনে করে মাছটি দেখতে মাংশাসি প্রাণি. (খবর ডেইলিমেইল)