35 C
Bangladesh
Friday, June 2, 2023
Homeবিশ্বচীনা মুদ্রা ইউয়ানে রাশিয়ার তেলের দাম পরিশোধ করবে পাকিস্তান

চীনা মুদ্রা ইউয়ানে রাশিয়ার তেলের দাম পরিশোধ করবে পাকিস্তান

রাশিয়ার কাছ থেকে কেনা জ্বালানি তেলের দাম চীনা মুদ্রার ইউয়ানে পরিশোধ করার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল (শনিবার) স্থানীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

রাশিয়া থেকে তেলের প্রথম চালান জুন মাসের প্রথম দিকে পাকিস্তানের বন্দরে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম কার্গো জাহাজে সাড়ে সাত লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে।
পাকিস্তানের সরকারি সূত্র অর্থ পরিশোধের মডেল সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এবং রাশিয়ার কাছ থেকে পাকিস্তান কী ধরনের মূল্য ছাড় পাবে তাও বলা হয়নি। ক্রেতা এবং বিক্রেতার স্বার্থ রক্ষার জন্য এ সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আনা যাচ্ছে না বলে ওই সূত্র উল্লেখ করেছে।
প্রথম চালানে রাশিয়া উরাল ক্রুড সরবরাহ করছে এবং ধারণা করা হচ্ছে পাকিস্তান রিফাইনারি লিমিটেড এই তেল পরিশোধনের দায়িত্ব পালন করবে।
অন্য কয়েকটি সূত্র জানিয়েছে, পাকিস্তান রাশিয়ার কাছ থেকে প্রতি ব্যারেল তেল ৫০ থেকে ৫২ ডলারে কিনবে যা জি-সেভেনভুক্ত দেশগুলোর বেধে দেয়া মূল্য সীমার চেয়ে কম। জি সেভেন রাশিয়ার তেলের মূল্য সীমা ৬০ ডলার বেঁধে দিয়েছে। 
চলতি বছরের প্রথম দিকে রাশিয়া এবং পাকিস্তান তেল কেনার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছায়। রাশিয়া থেকে কম দামে তেলের চালান পৌঁছালে তা অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য বড় স্বস্তির কারণ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img