চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাইশানের একটি কয়লাখনি রোববার কয়লা গ্যাসে তলিয়ে গেলে প্রায় ১২ জন শ্রমিক মারা যায়। অন্তত একজন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
চীনে শিল্পের জন্য যে নিরাপত্তা মান বেঁধে দেয়া হয়েছে প্রায়ই তা লংঘিত হচ্ছে। দেশটির শিল্পাঞ্চলগুলো থেকে মাঝে মাঝেই মারাত্মক দুর্ঘটনার খবর পাওয়া যায়।
চীনে বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদনকারী দেশ। ২০১৪ সালে কয়লা খনিতে ভয়াবহ এক দুর্ঘটনায় ৯শ’ ৩১ জন প্রাণ হারিয়েছে।