তাইফুন নিধার আঘাতে চীনে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পার্ল নদীর ডেল্টা অঞ্চলে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তাইফুন নিধা মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে চীনের গোয়াং ডং প্রদেশে দাপেং উপদ্বীপের শেনঝেন নগরীর উপকূলে আঘাত হানে।
গুয়াংডংয়ের প্রাদেশিক আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, ঘন্টায় ১৫১ দশমিক ২ কিলোমিটার বায়ুর গতিসম্পন্ন তাইফুনটি উত্তর-পশ্চিম দিকে ঘন্টায় ২৫ কিলোমিটার অগ্রসর হচ্ছে। এটি শেনঝেন, ডংগুয়ান, গুয়াংঝু, ফোশান ও ঝাউকিং নগরীর ওপর দিয়ে প্রবাহিত হয়ে গুয়াংডংয়ের পার্শ্ববর্তী স্বায়ত্তশাসিত গুয়াংঝি ঝুয়াং অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার সকালে শেনঝেন ও ঝুহাই থেকে সকল ফ্লাইট এবং গুয়াংঝু বিমানবন্দরের অধিকাংশ সেবা বাতিল করা হয়েছে।
এ ছাড়া পার্ল রিভার ডেল্টা নগরীগুলোর কয়েকশ’ ট্রেনের সময়সূচি বিলম্বিত করা হয়েছে।
চায়না নিউজ সার্ভিস জানায়, গুয়াংঝু ও ঝুহাই-এর সকল আন্তঃনগর যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। গুয়াংঝু ও হাইকু’র মধ্যকার সকল সেবা সাময়িক বন্ধ রাখা হবে।
হংকংভিত্তিক চায়না মর্নিং পোস্ট জানায়, শেনঝেং উপসাগরের বন্দর বন্ধ রাখা হবে এবং তা কখন পুনরায় খোলা হবে তা জানা যায়নি।