25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeনির্বাচিতচুলের রং-এ গুনে গুনে ৫৫ লাখ খরচ করলেন ক্যাটরিনা

চুলের রং-এ গুনে গুনে ৫৫ লাখ খরচ করলেন ক্যাটরিনা

CZo8hoYWQAIBDhdনিয়মিত স্পা, ফেসিয়াল, হেয়ারকাট, হেয়ার স্টাইলিং – ফ্যাশন স্টেটমেন্ট ঠিক রাখতে এগুলো মাস্ট আজকের দুনিয়ায়। খরচ যতই হোক, নিজেকে সাজাব যতনে। গ্ল্যামার জগতের নায়ক-নায়িকাদের মতোই নিজেকেও ঝাঁ চকচকে রাখতে চায় ফ্যাশন কনশাস নারী-পুরুষরা। তবে, এবার হেয়ারস্টাইলিং করতে গিয়ে ক্যাটরিনা কাইফ যা করেছেন, তা অনুসরণ করতে হলে হাতে হারিকেন ধরতে হবে আম জনতার। কারণ ক্যাটের চুল রঙ করতে খরচটা হাজারে নয়, লাখে হয়েছে। তাও আবার দু-এক লাখ নয়, গুনে গুনে ৫৫ লাখ। বলি দুনিয়ায় খবর, আপকামিং ফিল্ম ফিতুরের চরিত্রের জন্য এই বিশাল পরিমাণ টাকা খরচ করে চুল লাল করিয়েছেন ক্যাটরিনা। খুঁতখুঁতে ক্যাট চুলে মনের মতো শেড পেতে দেশি কোনও হেয়ার কালার এক্সপার্টের উপর ভরসা করতে পারেননি। তাই এই ‘গুরু’দায়িত্ব তিনি দেন লন্ডনের এক বিশেষজ্ঞকে। দু-এক মাস অন্তরই চুলে নতুন করে আর এক কোট কালার দিতে লন্ডন ছুটেছেন তিনি।প্রতিবারের ফার্স্ট ক্লাস টিকিট, ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা, সঙ্গে হেয়ার এক্সপার্টের পারিশ্রমিক, সবমিলিয়ে বিপুল খরচের বোঝা মাথায় চাপে। মোটের উপর খরচ হয় প্রায় ৫৫লাখ টাকা। যদিও, ক্যাটরিনা বা তাঁর সঙ্গীসাথী কেউই এই খবরের সত্যতা স্বীকার করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments