35 C
Bangladesh
Friday, June 2, 2023
Homeবিজ্ঞানছবি ঝাপসা করার বিশেষ টুলস হোয়াটসঅ্যাপে

ছবি ঝাপসা করার বিশেষ টুলস হোয়াটসঅ্যাপে

মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সাইট। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে সাইটটি। এবার ছবি ঝাপসা করার টুলস নিয়ে এলো হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ ফিচার্স ট্র্যাকার ডব্লিউবিটার একটি রিপোর্টে বলা হয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে এবার একটি ব্লার টুল নিয়ে আসছে সাইটটি। এখন শুধু ডেস্কটপ বিটা ব্যবহারকারীদের জন্য রোলআউট করা হবে। ফলে ডেস্কটপ থেকে বিটা ব্যবহারকারীরা এবার ইমেজ এডিটরে একটি অতিরিক্ত অপশন দেখতে পাবেন। কোনো স্পর্শকাতর ছবি আপলোড করার আগে ব্লার বা ঝাপসা করতে পারবেন।

স্কেচিং টুলের ওখানেই এই ব্লার করার টুল থাকবে। ছবি পাঠানোর আগে তা প্রয়োজনে ব্লার করে নিতে পারবেন। খুব শিগগির আইওএস ও অ্যান্ড্রয়েডেও এই ফিচার পাওয়া যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img