35 C
Bangladesh
Friday, June 2, 2023
Homeস্বাস্থ্যজগিংয়ের কিছু স্বাস্থ্য উপকারিতা

জগিংয়ের কিছু স্বাস্থ্য উপকারিতা

নিয়মিত শরীরচর্চা বা ব্যায়ামের সময় হয়ে উঠে না অনেকের। তবে সময় করে প্রতিদিন হাঁটাহাঁটি বা জগিং করলে স্বাস্থ্য ভালো থাকে; এতে সময়ও কম লাগে। তাই নিয়মিত ঘরে বা খোলা স্থানে নিয়মিত জগিংয়ের অভ্যাস করুন। জগিংয়ের কিছু বিষ্ময়কর স্বাস্থ্য উপকারিতা রয়েছে।

তা হলো :

  • ক্যালোরি পোড়ায়
  • পেটের মেদ কমায়
  • হজমে সহায়তা করে
  • সারা দিন প্রাণবন্ত ও সক্রিয় রাখে
  • চিন্তাভাবনা সতেজ করে
  • স্ট্রেস হ্রাস করে এবং মনকে শান্ত রাখে
  • মানসিক চাপ কমায়
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
  • শ্বাস প্রশ্বাস উন্নত করে
  • হার্ট অ্যাটাক এবং হৃদরোগের ঝুঁকি কমায়
  • হাড় ও পেশি শক্তিশালী করে
  • ভাল ঘুমাতে সহায়তা করে ইত্যাদি

জগিংয়ের প্রস্তুতি

  • জগিং করার শুরুতেই ঠিক করে নিতে হবে যে সকালে নাকি সন্ধ্যায় জগিং করবেন। সকালে জগিং করার আগে ঘুম থেকে উঠেই প্রথমে আধা গ্লাস পানি খেয়ে নিন। সঙ্গে থাকতে পারে একটা বিস্কুট ও একটা কলা। এবার পায়ে দিন আরামদায়ক কোনো কেড্স বা কাপড়ের জুতা। কেননা মোজা ব্যবহার করলে অনেকের পায়ের তাপমাত্রা বেড়ে যায়। নিজের আরাম বুঝে মোজা পরুন। পোশাক ঢিলেঢালা হওয়া চাই। আরামদায়ক ট্রাউজার বা খাটো প্যান্ট ও টি-শার্ট পরতে পারেন।  
  • অন্যদিকে নারীরা ঢিলে সালোয়ার-কামিজও পরতে পারেন। তবে শাড়ি এড়িয়ে চলাই ভালো। শাড়ি পরে জগিং করা বিপজ্জনক। যেকোনো সময় শাড়িতে জড়িয়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। সঙ্গে পানির বোতল আর তোয়ালে নিয়ে নিন।  
  • অনেকেই জগিংয়ের ফাঁকে প্রচুর পানি পান করেন। এটা ঠিক নয়। এ ক্ষেত্রে শুধু গলাটা ভিজিয়ে নিতে হবে পানিতে।  
  • যাঁরা নতুন জগিং করবেন, তাঁদের প্রথম অবস্থায় বেশি দৌড়ানো ঠিক নয়। বিশেষ করে যাঁরা হূদযন্ত্রের সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে জগিং করতে হবে হালকাভাবে। এ ক্ষেত্রে প্রথম অবস্থায় শুধু হাঁটা যেতে পারে।  
  • যাঁরা হৃদযন্ত্রের সমস্যা বা বহুমূত্র রোগে ভুগছেন, তাঁদের জগিংয়ের ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলতে হবে। হৃদযন্ত্রের রোগীদের সাবধানে হাঁটতে হবে। কেননা জগিংয়ের সময় হৃদযন্ত্রের গতি বেড়ে যায়। আর যাঁদের বহুমূত্র আছে, তাঁদের পা যাতে আঘাতপ্রাপ্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
  • জগিং করার সময় শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার চেয়ে অনেক বেড়ে যায়। তাই জগিং শেষে একটু জিরিয়ে নিতে পারেন। এ সময় পানি বা জুস পান করতে হবে। ’ জগিং করা সবচেয়ে ভালো খোলা মাঠে ঘাসের ওপর। এ ক্ষেত্রে মাঝেমধ্যে জুতা খুলে খালি পায়ে সবুজ ঘাসের ওপর হাঁটা যেতে পারে।

জগিংয়ের পর করণীয়
জগিং শেষে বসে বিশ্রাম নিন। এবার একটু একটু করে পানি বা জুস পান করুন। এ সময় ঘামে-ভেজা পোশাক পরিবর্তন করে নিতে পারেন। এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা সহনীয় মাত্রায় চলে আসবে। জগিং শেষে বাসায় ফিরে গোসল করে নিন। এরপর তিন-চার টুকরা পাউরুটি, একটা কলা, অন্য যেকোনো একটি ফল, আধা গ্লাস দুধ (সর ছাড়া) খেয়ে নিতে পারেন। এগুলো খাবার আগে আপনি ইচ্ছে করলে আগের দিন রাতের ভিজিয়ে রাখা কাঁচা ছোলা খেতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img