শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জঙ্গিবাদ দমনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদেরে সাথে সম্পৃক্ত না হতে পারে।
আজ রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিক, উপাচার্য ও কয়েকটি ইংরেজিমাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বক্তব্য রাখেন। এছাড়া পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জঙ্গিবাদ দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তবে এ ধরনের বিষয়ের জন্য আইনের পাশাপাশি সামাজিক আন্দোলন, প্রতিরোধ ও চেতনা গড়ে তুলতে হবে।
সভায় পুলিশের আইজি শহীদুল হক বলেন, সন্তানরা যেন বিপথে না যায় তা দেখার দায়িত্ব পরিবারের। আমি মনে করি শিক্ষকদেরও দায়দায়িত্ব আছে নজরদারি করার। সেই সাথে সবাইকে যার যার অবস্থানে থেকে সঙ্কট মোকাবিলায় এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন তিনি।