বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঘোষণা অনুযায়ী আজ সোমবার বেলা্ ১১টা থেকে জঙ্গিবাদ রুখে দারাও প্রত্যয়ে দেশের সব জেলায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে এবং হাতে হাত রেখে মানবন্ধন শুরু করে।
রাজধানীতে এ কর্মসূচি পালিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, কল্যাণপুর, উত্তরা, বনানীসহ বিভিন্ন এলাকায়। এসব এলাকার কর্মসূচিতে অংশ নেয় তৎসংলগ্ন এলাকার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মী।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইসমাইল হোসেন জানান, এখানে বেলা ১১টার কিছু আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ৫টি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করেন। কলেজগুলো হলো- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, তেজগাঁও সরকারি কলেজ ও ঢাকা নার্সিং কলেজ। দেশের সব জেলার ৪৫ থেকে ৫০ লাখ মানুষ এ মানববন্ধনে অংশ নেবে আশা প্রকাশ করে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, এই বার্তা পৌঁছে দিতে হবে যে সব ধরনের শিক্ষাঙ্গন জ্ঞানচর্চার জায়গা, জঙ্গিবাদের জায়গা নয়।