বাংলাদেশে জঙ্গি হামলা ও সিঙ্গাপুরে চার বাংলাদেশির কারাদণ্ড এবং শুধু বাংলাদেশে না, স্বারা বিশ্বে জঙ্গি সমস্যা যা আমাদের বাংলাদেশে তেমন কোন প্রভাব পরবে না। আজ বৃহস্পতিবার আয়োজি সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এসব কথা বলেন।
তিনি বলেন, গুলশানের হামলার ঘটনায় বাংলাদেশ সরকার দ্রুততার সঙ্গে যেভাবে পরিস্থিতি সামাল দিয়ে তা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।
সাংবাদিকেদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীরা দক্ষতার ও সুনামের সঙ্গে কাজ করে চলেছে। অন্যান্য দেশের কর্মীদের চেয়ে বাংলাদেশি কর্মীদের চাহিদা বেশি। তাই আমরা মনে করি না যে, জঙ্গি হামলার ঘটনায় জনশক্তি রফতানিতে কোনো প্রভাব পড়বে।