ঘুম হারাম করে দিয়েছে বিশ্বের বৃহত্তম ফেসবুক প্রতিষ্ঠাতার সিইও মার্ক জাকারবার্গের। তাকে খুজে পেতে পুরুস্কার দেওয়া হবে ৩০ লক্ষ ডলার।যা বাংলাদেশী মুদ্রায় দারায় ২৫ কোটিরও বেশি।
সম্প্রতি কলম্বিয়ার প্রেসিডেন্ট ‘ইভান দুকের’ কুকুতা যাওয়ার পথে তার হেলিকপ্টারে গুলি ছোড়ে সন্ত্রাসিরা।সাথে তার সহোযোগি ছিলেন দুই মন্ত্রী।
হেলিকপ্টারে গুলির চিহ্ন লেগে আছে।
হামলার পর সন্দেহভাজনদের খোঁজে হন্যে হয়ে ঘুরছে কলম্বিয়া পুলিশ। সংবাদমাধ্যমের পাশাপাশি নেটমাধ্যমেও দুই সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে তারা। এই স্কেচটি দেখতে হুবহু জাকারর্বাগের মত।
স্কেচ বানিয়ে তাতে বলা হয়েছে, ওই দু’জন কুখ্যাত অপরাধীকে খুঁজে দিলে ২৫ কোটির বেশি টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওই স্কেচই ঘুম কেড়েছে জাকারবার্গের। কারণ দুর্বল হাতে যে দুই ব্যক্তির স্কেচ আঁকা হয়েছে, তার এক মধ্যে একটি হুবহু অবিকল তাঁর মতো দেখতে। Anandabazar
[…] জাকারবার্গ খুজে দিলে ৩০ লক্ষ্ ডলার: কল… […]