32 C
Bangladesh
Thursday, June 8, 2023
Homeজাতীয়জাতীয় চার নেতার সমাধিতে মেয়র আতিকুলের শ্রদ্ধা

জাতীয় চার নেতার সমাধিতে মেয়র আতিকুলের শ্রদ্ধা

জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। আজ রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘৩ নভেম্বরের জেল হত্যা বাংলাদেশের ইতিহাসে আরো একটি কলঙ্কজনক অধ্যায়। জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে ভিন্ন এক বাংলাদেশ যাত্রার ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করে।’
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই মানুষগুলোকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ সময় তিনি খুনিদের শাস্তি নিশ্চিতকরণ ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img