বাংলাদেশ একটি জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সরকারের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ঢাকা বিভাগের সাংবাদিক ফোরাম।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম অায়োজিত ‘ উগ্র ধর্মান্ধতা ও জঙ্গিবাদ: রুখে দাঁড়াও সাংবাদিক সমাজ ‘ শীর্ষক সমাবেশ ও মানববন্ধনে সাংবাদিক নেতৃবন্দ এ আহ্বান জানান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বলেন, আজকে দেশের সংকট সময়ে সাংবাদিক সমাজ ঘরে বসে থাকতে পারে না। প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই, নিরীহ মানুষের হত্যাকাণ্ড সাংবাদিক সমাজ মেনে নেবে না। দরকার হলে, সাংবাদিকরা জাতীয় কনভেশন ডেকে জঙ্গিবাদ মোকাবেলায় আনন্দোলন করবে।
এভাবে সাংবাদিক নেতা থেকে শুরু করে নার সাংবাদিকরা এ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহন করেন এবং তারা তাদের ভাষায় বিভিন্ন বক্তিতা তুলে ধরেন।