৪র্থ দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দরে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থীদের চরম ভরাডুবি হয়েছে। প্রার্থী সংকটের কারণে চিরিরবন্দরের ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির ৬টি ইউনিয়নে প্রার্থী মনোনয়ন দেয়।
ভোট গ্রহণ শেষে নির্বাচন কর্মকর্তার ফলাফল সূত্রে জানা যায়, নশরতপুর ইউনিয়নের জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল মান্নান (লাঙ্গল) ৪৭ ভোট, সাতনালা ইউনিয়নে মো. মোস্তাফিজুর রহমান (লাঙ্গল) ৪৭ ভোট, ফতেজংপুর ইউনিয়নে মো. মোহব্বত হোসেন শাহ্ ফকির (লাঙ্গল) ৫০ ভোট, অমরপুর ইউনিয়নে শ্রী কমল রায় (লাঙ্গল) ১৯৮ ভোট, আউলিয়াপুকুর ইউনিয়নে মো. আছিউর রহমান (লাঙ্গল) ৬২ ভোট, আলোকডিহি ইউনিয়নে মো. ওবায়দুল্লাহ্ (লাঙ্গল) ৩৮ ভোট পেয়েছেন।
অন্যান্য ইউনিয়নে প্রার্থী দিতে না পারলেও উপজেলায় মাত্র ৪৪২ ভোট পাওয়ায় সাধারণ জনগণের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়েছে।