জাপানে ভূমিধস ও বন্যায় তিনজনের প্রাণহানি ও আরো তিনজন নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান।
দেশটির দক্ষিণাঞ্চলীয় কোমামোতো এলাকায় প্রাণহানির এ ঘটনা ঘটে। এপ্রিলে এলাকাটিতে বড়ো ধরনের দুই-দুইটি ভূমিকম্প আঘাত হানার কারণে প্রায় দুহাজার বাসিন্দাকে অন্যত্র সরাতে হয়।
কর্মকর্তারা বলছেন, ৬.২ ও ৭.০ তীব্রতার ভূমিকম্প আঘাত হানার পর এক হাজার ৭শ’রও বেশিবার আফটার শক অনুভূত হয়। এতে এলাকাটির বিভিন্ন স্থানের মাটিতে ফাটল ধরে। এর মধ্যে কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে ব্যাপক ভূমিধস ও বন্যা দেখা দেয়।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, কামিয়ামাকুসু শহরে ভূমিধসে ৯১ বছরের এক বৃদ্ধ প্রাণ হারায়। কোসা শহরে বন্যার পানিতে ডুবে প্রাণ হারায় ৭৯ বছরের অপর এক বৃদ্ধ। স্থানীয় সরকার তৃতীয় ব্যক্তির মারা যাওয়ার খবর জানালেও বিস্তারিত কিছু জানায়নি। তবে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মৃত তৃতীয় ব্যক্তির বয়স ৬৬ বছর। সে উটো শহরের বাসিন্দা। ভূমিধসে সে মারা যায়।