জাপানের সম্রাট আকিহিতো কয়েক বছরের মধ্যে তাঁর জ্যেষ্ঠ পুত্রের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ভাবছেন।
জাপানের সংবাদ মাধ্যম বুধবার এ কথা জানায়।
সম্প্রচার মাধ্যম এনএইচকে সূত্র উল্লেখ না করে জানায়, ৮২ বছর বয়সী সম্রাট তাঁর ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, সংবিধান অনুযায়ী সম্রাটের দায়িত্ব পালন করতে পারবেন এমন কারো এ আসনে সমাসীন হওয়া উচিত।
জাপানের বর্তমান রাজপরিবার আইনে সিংহাসন ত্যাগের কোনো আইনি ব্যবস্থা নেই। ফলে সিংহাসন ত্যাগের কোনো উদ্যোগ নিতে হলে এ আইনের সংশোধন করতে হবে।
বেনামা সরকারি সূত্রের বরাত দিয়ে কিয়োদো সংবাদ সংস্থাও এ ধরনের একটি সংবাদ পরিবেশন করেছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে হাউজহোল্ড এজেন্সির কাউকে পাওয়া যায়নি।
এনএইচকে জানায়, সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ নারোহিতো ও সম্রাজ্ঞী মিচিকো সম্রাটের এ ইচ্ছার প্রতি সমর্থন জানিয়েছেন।
এএনএইচকে আরো জানায়, গত দুইশ’ বছরে কোনো সম্রাট সিংহাসন ত্যাগ করেননি।