31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeজাতীয়জাপার নেতা ও সংসদ সদস্যসহ আট আসামির যুদ্ধাপরাধের রায় যে কোনদিন

জাপার নেতা ও সংসদ সদস্যসহ আট আসামির যুদ্ধাপরাধের রায় যে কোনদিন

international-crime-tribunal-আন্তর্জাতিক-অপরাধ-ট্রাইবুনালজাতিয় পার্টির নেতা ও যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ আট আসামির যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা হবে যে কোনো দিন।

প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলা রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে।

আট আসামির মধ্যে সাখাওয়াত ও মো. বিল্লাল হোসেন বিশ্বাসকে শুনানির সময় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া অপর ছয় আসামি মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম এবং মো. আব্দুল খালেক পলাতক। এ মামলায় অভিযুক্ত আরেক আসামি মো. লুৎফর মোড়ল কারাবন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের অভিযোগে আনা সাখাওয়াতসহ ৮ রাজাকারের মামলার রায় হবে ২৬ তম রায় যা অপেক্ষমান রাখা হয়েছে। ২৫তম মামলাও গত ১৯ জুন রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রেখে আদেশ দেয় ট্রাইব্যুনাল। বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments