আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় ভিন্নমত ভুলে দলমত নির্বিশেষে জঙ্গি-সন্ত্রাস দমনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ, আ স ম আব্দুর রব, সৈয়দ আবুল মকসুদ ও বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ বিশিষ্টজনেরা।
জঙ্গি-সন্ত্রাস দমনে ভিন্নমত ভুলে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মনে করেন ড. এমাজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, এখানে জামায়াত কোনো বিষয় নয়। বিএনপিই জামায়াতকে দূরে রেখেছে। সরকার ইচ্ছা করলে জামায়াতকে বাদ দিতে পারতো। কিন্তু সরকার তা করেনি। তবে জাতীয় ঐক্যের ব্যাপারে জামায়াতকে বিএনপি বাদ দেবে বলেও জানান তিনি। তাহলে জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকলো না। যখন কোনো জনপদে সংকট দেখা দেয় তখন সব ভিন্নমত ভুলে সবাই মিলেমিশে এক সঙ্গে তা প্রতিরোধ করতে হয়।