35 C
Bangladesh
Friday, June 2, 2023
Homeঅপরাধজামালপুরের গ্রামীণফোনের ৩ কর্মী নিহত

জামালপুরের গ্রামীণফোনের ৩ কর্মী নিহত

জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় পিকআপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। রোববার (৯ এপ্রিল) ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য জানান।  

নিহতরা হলেন, জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার শাহ্ আলম (৩৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মন (২৭), তিনি পেশায় পাওয়ার টেকনিশিয়ান; গাড়ি চালক কাজল (৩৫), তার বাড়ি জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকায়। তারা সবাই গ্রামীণফোন কোম্পানিতে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মালঞ্চ (বেতমারী) এলাকায় ভোর সকালে সাড়ে ৬টার দিকে দেওয়ানগঞ্জগামী ট্রাক ও জামালপুর শহরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানে থাকা তিন জন নিহত হন। তারা রাত ৩টার দিকে দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারের কাজ শেষ করে সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর শহরের গ্রামীণফোন অফিসে যাচ্ছিলেন।

ওসি দেলোয়ার হোসেন বলেন, ট্রাক ও পিকআপে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img