জার্মানির উজবার্গে চলন্ত ট্রেনে ১৭ বছরের এক কিশোর কুড়াল নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত ট্রেনে থাকা ২০ জন যাত্রীদের। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ বছর বয়সী ওই কিশোর কেন এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জার্মান সংবাদমাধ্যম লিখেছে, ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে সে যাত্রীদের ওপর চড়াও হয়।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় উজবার্গ থেকে হেডিংসের মধ্যে ট্রেন চলাচল। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দেশের কম্যান্ড ফোর্স। জানা গিয়েছে, পুলিশের পালটা গুলিতে খতম অভিযুক্ত। কি কারণে এই হামলা তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন। এমনকি, কোনও জঙ্গি যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।