জার্মানির সীমান্তের কাছে মিউনিখের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব অস্ট্রিয়ার সঙ্গে দুটি যাত্রীবাহী ট্রেন মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হয়েছে।
পুলিশ এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে আহতদের মধ্যে অনেকের জখম গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
পুলিশের মুখপাত্র জুয়ার্গেন থাইমায়ার জানিয়ছেন, ‘আমরা ট্রেন থেকে আটজনের লাশ উদ্ধার করেছি।;
অন্তত ১২৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক এবং আরো ৪০ জনের আঘাত মারাত্মক।
অনেকে এখনো ধ্বংস্তূপের নীচে চাপা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের টেনে বের করার চেষ্টা করছে। অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।
স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই দুর্ঘটনার পর একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বাভারিয়া প্রদেশে গত কয়েক বছরের মধ্যে মঙ্গলবারের এই দুর্ঘটনা সবচেয়ে মারাত্মক।
খবর: বিবিসি/এএফপি