ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পরিকল্পনাকারী বরখাস্ত মেজর সৈয়দ মো. জিয়াউল হক এবং তামিম চৌধুরীকে জঙ্গি হামলার দু’জন জড়িত থাকার অভিযোজ আসে। কল্যাণপুরের জঙ্গিদের সঙ্গেও এদের যোগাযোগ ছিল বলে জানা যায়।
সাম্প্রতিক জঙ্গি কর্মকাণ্ড ও হামলার হোতা হিসেবে চিহ্নিত করে তাদের ধরিয়ে দিতে ২০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে বলেন, “তদন্ত করতে গিয়ে আমরা যা পেয়েছি, এখানে মাস্টারমাইন্ড তামিম চৌধুরী। নিউ জেএমবির নেতৃত্ব সে দিচ্ছে। এই তামিম চৌধুরীর পর যারা দ্বিতীয় ও তৃতীয় প্রধান তাদেরকেও আমরা চিহ্নিত করেছি। তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি।
মেজর জিয়া আনসারুল্লাহ বাংলা টীমের শীর্ষ নেতা এবং তামিম চৌধুরী নিউ জেএমবির সদস্য।
পুলিশ আরও জানিয়েছে এদের সেকেন্ড এবং থার্ড ইন কমান্ড কারা সে বিষয়েও তথ্য আছে তাদের কাছে।
তবে এদের উপরে কারা আছে সে বিষয়ে এখনও পুলিশ কিছু জানতে পারেনি।
আর তামিম চৌধুরী এবং মেজর জিয়া দেশে আছেন না বিদেশে আছেন সেটাও জানতে পারছে না পুলিশ।
তবে তারা সন্ধান চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এবং একইসাথে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।