27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeঅপরাধজুয়ার প্রচারণায় ইউটিউবার প্রত্যয় হিরণ গ্রেপ্তার

জুয়ার প্রচারণায় ইউটিউবার প্রত্যয় হিরণ গ্রেপ্তার

গ্রেফতার বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ। ভিডিও ও নাটকের মাধ্যমে জুয়াখেলার প্রচারের জন্য প্রত্যয় হিরণ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। জানা গিয়েছে, আন্তর্জাতিক জুয়া সাইটের প্রচার করে ভিডিও বানাত হিরণ। বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপন চালাত এজেন্টের মাধ্যমে। এই নিয়ে রমনা থানায় একটি মামলা দায়ের হওয়ায় তাদের গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ, নাটকের ফাঁকে ফাঁকে, ইউটিউব ও ফেসবুকের ভিডিওতে আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচার করার কাজ করত প্রত্যয় হিরণ ও তার সহযোগীরা। দীর্ঘদিন ধরেই তাদের উপর নজরদারি চালাচ্ছিল পুলিশ। পুলিশ জানিয়েছে,  ‘আজাইরা লিমিটেড’ নামে একটি ইউটিউব চ্যানেল বাংলাদেশে জুয়ার এসব বিজ্ঞাপনের প্রচার চালাচ্ছে। বর্তমানে এই চ্যানেলে প্রায় সাড়ে চার মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে।

জানা গিয়েছে, ভারতীয় এক এজেন্সির এজেন্ট হয়ে বিজ্ঞাপনের জন্য বাংলাদেশে কাজ করত আব্দুল হামিদ নামের এক ব্যক্তি। ওয়ানএক্সবেট, ক্রিকেক্স, বাবুএইটিএইট এমন নানান জুয়ার সাইটের বিজ্ঞাপনের জন্য ভিডিও প্রতি ১ লক্ষ দশ হাজার টাকা করে নিতেন প্রত্যয় হিরণ।

এই ঘটনা বাংলাদেশের পুলিশের ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার তারেক বিন রশিদ বলেন, “প্রত্যয় হিরণ ইউটিউবে খুবই জনপ্রিয়। তাঁরা দীর্ঘদিন ধরেই অনলাইনে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল। তাদেরকে গ্রেফতার করার পর জেরা করা হয়েছে। প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি, দেশের বাইরে থেকে একটি চক্র এসব অনলাইন বিজ্ঞাপনের কাজ পরিচালনা করে”।

ভারতীয় এজেন্টদের মাধ্যমে জনপ্রিয় ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করে এই চক্রটি। এরপর জুয়াখেলার নানান সাইটের বিজ্ঞাপন দেয়। পুলিশ সূত্রে খবর, যে সাইটের বিজ্ঞাপনের জন্য প্রত্যয় হিরণকে গ্রেফতার করা হয়েছে, সেই সাইটের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়ে সমালোচনার মুখে পড়েন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। পরে যদিও চুক্তি বাতিল করে দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments