27 C
Bangladesh
Thursday, February 9, 2023
Homeনির্বাচিতজেনে নিন বিশ্বের বৃহ্ত্তম স্যুইমিং পুলের রহস্য

জেনে নিন বিশ্বের বৃহ্ত্তম স্যুইমিং পুলের রহস্য

12185064_505566279618648_2833299501539094257_oএটা স্যুইমিং পুল নাকি বিশাল লেক বা সমুদ্র। একনজর দেখলে বোঝা মুশকিল। লম্বায় ৩,৩২৩ ফিট। গভীরতা সাড়ে ১১ ফিট। ১১টি ফুটবল মাঠ আরামসে এঁটে যাবে এই স্যুইমিং পুলে। চিলের এই পুলই বিশ্বের বৃহত্তম। চিলের আলগারোবোয় সান আলফোন্সো দেল মার রিসর্টে রয়েছে এই বিশাল স্যুইমিং পুল। ১৯.৭৭ একর জমিতে তৈরি এই পুলটিতে স্কুবা ডাইভিং থেকে শুরু করে বোটিং সবই করে থাকেন রিসর্টের মানুষজন। ক্রিস্টাল লেগুনের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান ফার্নান্দো ফিসম্যান পাঁচ বছর ধরে এই পুলটি তৈরি করেছেন। খরচ পড়েছে ২ মিলিয়ন ডলার। সমুদ্রের পাশে পুলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, কম্পিউটার সিস্টেমের মাধ্যমে সমুদ্র থেকে জলা সরাসরি টেনে নেয় এই পুল। জল ফিল্টার হয়ে পাম্পের মাধ্যমে ঢোকে পুলের ভেতর। এই পুলে ৬৬ মিলিয়ন গ্যালন জল ধরে।  ভাবতে পারেন! স্যাটেলাইট থেকে তোলা এই পুলের ছবিটি দেখলে সত্যিই মনে হয় এটা যেন সমুদ্রেরই কোনও শাখা। ছবিগুলি দেখে আর তর না সইলে একবার ঘুরে আসুন চিলে। আর আনন্দ নিন এই বিশাল ওয়াটারল্যান্ডের।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments