27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeবিনোদনজেলেনস্কির বাসভবনেই ‘নাটু নাটু’ গানের শুটিং!

জেলেনস্কির বাসভবনেই ‘নাটু নাটু’ গানের শুটিং!

বিশ্বমঞ্চে সাড়া ফেলেছে ভারতের দক্ষিণী সিনেমা আরআরআর এর গান নাটু নাটু। সব রেকর্ড গড়ে এবার অস্কারও জিতে নিয়েছে গানটি। জানলে অবাক হবেন যে এই গানের শুটিং হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কির বাসভবনে। খবর আনন্দবাজার।

পিছনে রাজকীয় প্রাসাদ, সামনে সবুজ ঘাসের গালিচা। বিরাট সেই বাগানে নাচছেন জুনিয়র এনটিআর ও রামচরণ। রাজকীয় ওই প্রাসাদ দেখে অনেকেরই মনে হয়েছিল, এটি ভারতের কোনও জায়গা নয়। একেবারেই ঠিক ধারণা। এটা ইউক্রেনে প্রেসিডেন্টের বাড়ি।  

যদিও এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দেশটির বড় অংশ। তবে যুদ্ধ শুরুর কিছুদিন আগেই শুটিং করার অনুমতি পায় সিনেমাটির এস এস রাজামৌলির টিম। ২০২১ সালে কিয়েভের মেরেনস্কি প্যালেসে শুটিং করা অনুমতি মেলে।

নাটু নাটু গানের শুটিংয়ের অনুমতি দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি এখন রাজনীতিবিদ হলেও পেশাগতভাবে ছিলেন জনপ্রিয় অভিনেতা।
‘আরআরআর’এর শুটিং সেরে ফেরার পরই বদলে যায় দৃশ্যপট। শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকেই প্রেসিডেন্টের বাড়ি ও তার পাশ্বর্বতী এলাকা পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments