24 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeনির্বাচিতঝকঝকে সাদা দাঁত রাখতে অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার

ঝকঝকে সাদা দাঁত রাখতে অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার

13910হলুদ দাঁতের সমস্যায় জেরবার বহু মানুষ। ঝকঝকে সাদা দাঁত না থাকায় হাসতে গেলেও তাঁদের হাত দিয়ে মুখ ঢাকতে হয়। লোকসমাজে পড়তে হয় চরম অস্বস্তিতে। এবার একেবারে ঘরোয়া টোটকায় এক ঝটকায় ঝেড়ে ফেলতে পারেন সেই সমস্যা। ম্যাজিকের মতো কাজ করবে অ্যালুমিনিয়াম ফয়েল। হলুদ দাঁতকে সাদা করার চেষ্টায় নাজেহাল মানুষদের জন্য অব্যর্থ টোটকা অ্যালুমিনিয়াম ফয়েল। তবে, সেটি ব্যবহারের আগে বেকিং সোডা, নুন আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করুন। এবার সেটি আঙুলে নিয়ে ভালো করে মেজে নিন আপনার দু পাটি দাঁত। এরপর টিন বা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ভালো করে দাঁতের পাটিদুটি ঢেকে ফেলুন। এমনভাবে দাঁতগুলিকে ফয়েল দিয়ে জড়াতে হবে যাতে কোনও ফাঁকফোকড় না থেকে যায়। এভাবে অপেক্ষা করুন এক ঘণ্টা। তারপর সেই অ্যালুমিনিয়ামের ফয়েলের কভার দাঁত থেকে খুলে ফেলুন। আর নিজের রোজকার পেস্টটা নিয়ে দাঁতটা ভালো করে একবার মেজে নিন। এবার একবার আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখুন নিজের দাঁত। এমন ঝকঝকে দুধ সাদা দাঁত আপনার নিজের বলে মনেই হবে না। দেখবেন এবার থেকে আপনি নিঃসঙ্কোচে মন খুলে হাসতে পারছেন। মানুষজন তারিফ করছে আপনার সুন্দর দাঁতের। দাঁত সাদা করার এই প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন দন্তবিশেষজ্ঞরা। দাঁতের ডাক্তাররা তাঁদের রোগীদের এই পদ্ধতি ব্যবহারের পরামর্শও দিচ্ছেন। কাজেই আজই করুন এই ঘরোয়া টোটকা। আর নিখরচায় নির্দ্বিধায় নিঃসঙ্কোচে হাসতে থাকুন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments