গাজীপুর টঙ্গী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্র, বোমা, বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপতার করে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা মুক্তারবাড়ি আউচপাড়া রোড এলাকার জেসমিন আক্তারের ছয় তলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালান।
জানা যায় ঐ বাড়িতে জেএমবির জঙ্গি প্রশিক্ষণসহ বিভিন্ন তৈয়ারি সরাঞ্জামের প্রমিক্ষণও দেওয়া হত। অভিযানে ওই বাড়ি থেকে আটটি বোমা, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, শতাধিক রাউন্ড গুলি, দুটি কুড়াল, আটটি চাপাতি ও ছুরি, বেশ কিছু তৈরির সরঞ্জাম উদ্ধার র্যাব।