খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজ জয়ের আশা নিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। অনুষ্ঠিত দুপুর তিনটায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়কত্ব করা হ্যামিল্টন মাসাকাদজা।
জিম্বাবুয়ে খেলোয়ার রিচম্যান মুতম্বানি ৭ বলে ৭ রান করে আউট হয়েছেন। ব্যাট করছেন হ্যামিলটন ২০, সিবানডা ৩৮ । জিম্বাবুয়ে রান সংগ্রহ করেন ৭২/১, সাত ওভার।
গুড়ি গুড়ি বৃষ্টিতে ছেয়ে আছে পুরো মাঠ। তাও থেমে থাকবে না বাংলাদেশের সিরিজ জয়ের আশা। আগের দুটি টি-টুয়েন্টিতেই জিতেছে বাংলাদেশ। আজ জিতলে শুক্রবারে অনুষ্ঠিতব্য শেষ ম্যাচের আগেই নতুন বছরের প্রথম সিরিজ জেতা হবে বাংলাদেশের।
চোটের কারণে আজ ও শুক্রবারে অনুষ্ঠিতব্য শেষ ম্যাচে খেলবেন না মুশফিকুর রহিম।
দুই ম্যাচেই সে জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া বিশ্রাম দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমান এবং আল আমিন হোসেনকে। থাকছেন না শুভাগত হোমও।
তবে, দলের প্রয়োজন অনুযায়ী সেরা সামর্থ্যের দল সাজানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।