ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। গোড়াই হাইওয়ে পুলিশের (এসআই) অজয় চন্দ্র দেব ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭ টার সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান মহাসড়কের করাতিপাড়া বাইপাসে এসে পৌছায়। একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হয়। এ ঘটনায় আহত হয় ৯ জন। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো- রংপুর জেলার পীরগাছা এলাকার ছমির উদ্দিনের পুত্র আব্দুর রহিম (৪০), গাইবান্দা জেলার সুন্দরগঞ্জের কামেলের পুত্র অজিত (৩০)। নিহত বাকি দু’জনের নাম, পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একই মহাসড়কের করটিয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মির্জা সাদিয়া নামে ৭ বছরের এক কন্যা শিশু নিহত হয়। এ ঘটনায় আহত হয় শিশুটির বাবা ও মা। তারা হলেন- টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বুজদত্ত গ্রামের মির্জা আরফান ও তার স্ত্রী মির্জা মুস্তকিমা।
উভয় ঘটনায় আহতরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।