এশিয়া কাপে বাংলাদেশ-ভারত মধ্যকার ফাইনাল খেলার টিকিটি সংগ্রহে রীতিমতো যুদ্ধের ময়দান শুরু হয়ে গেছে মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবিএল) ব্যাংকের শাখার সামনে ভিড় জমান হাজারো টিকিট সংগ্রহকারী। সকাল ১০টা থেকে ইউসিবিএল ব্যাংকে টিকেট বিক্রি শুরু হয়।
এক পর্যায়ে টিকেট সংগ্রহকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সংঘর্ষ-ভাঙচুরের ঘটনাও ঘটেছে। অন্যদিকে জলকামান ও রায়োটকার বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
টিকেট পাওয়ার আশায় হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকায়, মিরপুর ১০ গোলচত্বর এলাকায় তীব্র যানজটের সৃস্টি হয়। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ছোড়ে। এতে টিকিট-প্রত্যাশীরা ছত্রভঙ্গ হয়ে যান।