31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeখেলাটি-২০ অধিনায়কের পদ থেকে স্যামিকে বরখাস্ত করল ওয়েস্ট ইন্ডিজ

টি-২০ অধিনায়কের পদ থেকে স্যামিকে বরখাস্ত করল ওয়েস্ট ইন্ডিজ

Darren_Sammyদুই বারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক ড্যারেন স্যামিকে বরখাস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। চলতি মাসের শেষ দিকে ফ্লোরিডায় ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের আগে অধিনায়কত্ব থেকে বরখাস্ত করল ক্যারিবিয়ান বোড।
ক্যারিয়ান দলকে সম্প্রতি দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের শিরোপা এনে দেয়া স্যামি ফেসবুকে এক ভিডিও বার্তায় তাকে অধিনায়ক হিসেবে তাকে বরখাস্ত করার বিষয়টি জানান।
৩২ বছর বয়সী এ তরকা খেলোয়াড় এক ভিডিও বার্তায় বরেন, ‘গতকাল সকালে নির্বাচক কমিটির চেয়ারম্যানের কাছ থেকে আমি সম্ভবত ৩০ সেকেন্ডের একটি ফোন কল পাই। তিনি জানিয়েছেন তারা টি-২০ দলের অধিনায়ক পরিবর্তন করেছেন এবং আমি আর টি-২০ দলের অধিনায়কত্ব করতে পারব না। এমনকি আমার পারফরমেন্সও দলে থাকার মত নয়।’
‘আমি মেনে নিয়েছি। আমি সব সময়ই বিশ্বাস করে আসছি যে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মানেই ড্যারেন স্যামি নয়। তারা ভবিষ্যতের অপেক্ষায় আছে এবং আমি নতুন অধিনায়কের শুভ কামনা করছি। আমি জানিনা কেন এমন হলো। আমি কাউকে দায়ী করবো না । দলের নতুন অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।’
তিনি আরো বলেন, ‘দুই বার টি-২০ বিশ্বকাপ জয় অবশ্যই আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ঘটনা এবং এ সকল স্মৃতি অনেক দিন স্মরণে থাকবে।’
তবে সংক্ষিপ্ত ভার্সন থেকে অবসর না নেয়ার ঘোষণা দেন স্যামি।
তিনি বলেন, ‘এমনটা নয় যে আমি ওয়ানডে কিংবা টি-২০ ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমি কেবলমাত্র আমার ভক্ত এবং ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়, কোচ এবং ডব্লুআইসিবি কর্মকর্তাদের কথা ভাবছি। যারা গত ছয় বছর দলকে নেতৃত্ব দিতে আমাকে অকুন্ঠ সমর্থন যুগিয়েছেন। তবে আমার অধিনায়কত্বের এখানেই শেষ এবং সকলকে ধন্যবাদ।’ bss

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments