22 C
Bangladesh
Thursday, December 1, 2022
Home খেলা টি-২০ জয়ে মাশরাফির কথা

টি-২০ জয়ে মাশরাফির কথা

2010খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ক্যাপটেন মাশরাফি বিন মর্তুজা বলেন, শুরু ভাল হওয়ায় আমি হ্যাপি। ‘বড় ধরনের জয় না হলেও কিছু পরীক্ষা-নিরীক্ষা কাজে লেগেছে।’ তিনি আরো বলেন, ‘বড় জয় না হলেও আমাদের অনেক অর্জন হয়েছে এ ম্যাচে।’ আমাদের নতুন উইকেট কিপার নূরুল হাসান সোহান, বোলার মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন খুব ভাল করেছে। তারা ভবিষ্যতে আরও ভাল করবে বলে আমি আশাবাদী।

সম্মেলনে মাশরাফি সোহানের উইকেট কিপিং-এর ভূয়সী প্রশংসা করেন। বাটিং-এর বিষয়ে তিনি বলেন, সে রিল্যাক্স মুডে ব্যাট করেছে এবং ভাল করেছে। তবে মাত্র একটি ম্যাচ দেখে সবটা বিচার করা কঠিন। শেষ ২ ওভারে মুস্তাফিজ ও আল আমিন হোসেনের ২টি করে উইকেট পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, মুস্তাফিজের যা করার প্রয়োজন ছিল সে তাই করেছে। আর চাকিং-এ অভিযুক্ত হওয়ার আগে আল-আমিন ছিল আমাদের বেস্ট বোলার। তারা দুই জনই ভবিষ্যতে আরও ভাল করবে।
মাচ জয় ছাড়াও যেসব পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলা হয়েছিল তা কতটা সফল হয়েছে জানতে চাওয়া হলে মাশরাফি বলেন, সাকিব, মুশফিকদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করে ভাল রেজাল্ট পাওয়া গেছে। তবে শুভাগত ফিল্ডিং এবং ব্যাাটিং-এ সুবিধা করতে পারেনি। তাছাড়া পরিস্থিতির কারণে তাকে বোলিং-এ ব্যবহার করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশ সব সময় ভারতের নিকট থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পায় : ভার্মা

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ বলেছেন, প্রতিবেশী দেশগুলোর জন্য একটি নীতি থাকায় বাংলাদেশ সবসময় ভারতের নিকট থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পায়।তিনি...

ইরানকে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

স্ট্রাইকার ক্রিস্টিয়ান পুলিসিচের একমাত্র গোলে ইরানকে হারিয়ে কাতার বিশ^কাপের শেষ ষোলোতে নাম লেখালো যুক্তরাষ্ট্র। আজ গ্রুপ-বি’তে শেষ রাউন্ডের ম্যাচে ইরানের বিপক্ষে  ১-০...

ঘানার বিপক্ষে ম্যাচ শেষে লাল কার্ড পেলেন দক্ষিণ কোরিয়ান কোচ বেনটো

ঘানার বিরুদ্ধে সোমবার –এইচ গ্রুপে ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটিতে শেষ বাঁশি বাজার সাথে সাথে প্রতিবাদ করায় রেফারি এন্থনি টেইলর দক্ষিণ কোরিয়ান কোচ...

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে সেনেগাল

গ্রুপ-এ’র শেষ রাউন্ডের ম্যাচে আজ ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ^কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সেনেগাল। বিশ^কাপের মঞ্চে এই নিয়ে দ্বিতীয়বার গ্রুপ...

Recent Comments