কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিনই উপচে পরা ভিড় দেখা যায় টিকেট কাউন্টারগুলোতে।
যে কোনো ধরনের বিশৃঙ্থলা ও কালোবাজারি রুখতে মোতায়য়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সকালে কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট বিক্রি শুরু
হয়। এ সময় টিকিট প্রত্যাশীদের লম্বা লাইনও চোখে। যাদের মধ্যে অনেকে মঙ্গলবার দিনগত রাতে লাইনে দাঁড়িয়েছেন। সেহরির পর থেকে ভিড় আরো বাড়তে শুরু করেছে। ভিড় থাকলেও ১৮ নম্বর কাউন্টার বাদে সবগুলোতে সুষ্ঠুভাবে টিকিট বিক্রি শুরু হয়েছে। ১৮ নম্বর কাউন্টারের কম্পিউটারে ত্রুটি দেখা দিলে যথাসময়ে টিকিট বিক্রি শুরু করা যায়নি। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও কালোবাজারি রোধে নিরাপত্তা বাহিনীর সদস্যরার তৎপর রয়েছেন।