27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeনির্বাচিতট্রেলরেই হিট সলমানের ‘সুলতান’

ট্রেলরেই হিট সলমানের ‘সুলতান’

CjSDujJXEAAtnLQ৬ জুলাই মুক্তি পেতে চলেছে সলমন খান-অনুষ্কা শর্মার স্পোর্টস ড্রামা ‘সুলতান’। পরিচালক আলি আব্বাস জাফরের এই ছবিটি নিয়ে দীর্ঘ দিন ধরেই দর্শকদের মধ্যে কৌতূহল এবং উত্তেজনার পারদ চড়ছিল। ‘সুলতান’-এর ট্রেলর মুক্তির পর দর্শকদের কৌতূহল এবং উত্তেজনা এখন যেন আর বাঁধ মানতে চাইছে না।

ট্রেলনটি দেখতে ক্লিক করুন

সলমনের অ্যাকশন ছাড়াও ওই ছবিতে মহিলা কুস্তিগীর আরফার চরিত্রে অনুষ্কার এক জন পুরুষ কুস্তিগীরকে আছাড় মারার দৃশ্যটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। সলমন-অনুষ্কা ছাড়াও ‘সুলতান’-এ রয়েছেন রণদীপ হুডা। যশরাজ ব্যানারের সুলতানের ট্রেলরই বুঝিয়ে দিয়েছে যে, মুক্তির পর আকাশছোঁয়া মুনাফা করতে চলেছে ছবিটি। এমনিতেই ২০১৫-য় সলমনের প্রায় সব ক’টি ছবিই বক্সঅফিসকে মোটা অঙ্কের মুনাফা দিয়েছে। তাই এই ছবিটি থেকে পরিচালক, প্রযোজক, দর্শক— সকলেরই প্রত্যাশা অনেক বেশি। আর ট্রেলর দেখার পর বলিউডের যা প্রতিক্রিয়া, তাতে অনেকেই মনে করছেন যে, সকলেরই প্রত্যাশা অনায়াসেই পূরণ করবে ‘সুলতান’। আসুন দেখে নেওয়া যাক ‘সুলতান’-এর প্রথম অফিসিয়াল ট্রেলর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments