32 C
Bangladesh
Thursday, June 8, 2023
Homeঅপরাধডাচ বাংলা ব্যাংকের টাকা লুট: খুলনায় যুবক আটক

ডাচ বাংলা ব্যাংকের টাকা লুট: খুলনায় যুবক আটক

ঢাকা উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় খুলনা নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনীতে অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (১২ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানে সন্দেহভাজন আসামি আকাশকে (৩২) আটক করা হয়েছে। এর আগে আকাশের স্ত্রীসহ আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি’র একটি বিশেষ টিম খুলনা পুলিশের সহায়তায় এ অভিযান চালায়।

জানা যায়, সিএন্ডবি কলোনীর টুআর-২ এর ২০ নম্বর ফ্লাটে বসবাসরত জাহাঙ্গীর হোসেনের বাসা থেকে তার বোন জামাই আকাশকে গ্রেপ্তার করা হয়। দু’দিন আগে আকাশ স্ত্রীসহ এ বাসায় বেড়াতে এসেছিল।

ডিবি’র একটি মাইক্রোবাসে করে আকাশকে ঢাকায় নেওয়া হচ্ছে। তবে অভিযানের বিষয়ে ডিবি’র কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হয়নি।

জানা যায়, ৯ মার্চ সকালে রাজধানীর উত্তরা থেকে বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস সহ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সাতজনকে। বাকি টাকাসহ জড়িতদের গ্রেপ্তারের জন্য খুলনাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img