29 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeনির্বাচিতডিইউজে’র নির্বাচনে শাবান সভাপতি সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত

ডিইউজে’র নির্বাচনে শাবান সভাপতি সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত

2ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে শাবান মাহমুদ সভাপতি ও সোহেল হায়দার চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে শাবান মাহমুদ পেয়েছেন ৮৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৬৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সোহেল হায়দার চৌধুরী পেয়েছেন ৫৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৪৪৮ ভোট।
জাতীয় প্রেসক্লাবে শনিবার রাত সোয়া ৯টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।
৭৫৩ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুল ইসলাম পেয়েছেন ৪২৮ ভোট ।
এ ছাড়া যুগ্ম সাধারণ পদে শাহানা শিউলি ৫৫২ (ভোট), সাংগঠনিক সম্পাদক পদে শাহজাহান মিয়া (৪৯৭ ভোট), কোষাধ্যক্ষ পদে সেবিকা রাণী (৬০৭ ভোট), প্রচার সম্পাদক পদে আখতার হোসেন (৫৯৪ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মফিজুর রহমান খান বাবু (৯১৮ ভোট), জনকল্যাণ সম্পাদক পদে উম্মুল ওয়ারা সুইটি (১০৪৯ ভোট), দফতর সম্পাদক পদে মনিরুজ্জামান উজ্জ্বল (৭১২ ভোট) নির্বাচিত হয়েছেন।
৯ সদস্যের নির্বাহী কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন- শামীমা আখতার (৬৯১), এ এম শাহজাহান মিয়া (৬৫১ ভোট), মর্তুজা হায়দার লিটন, (৬১৫ভোট) সলিমুল্লাহ সেলিম (৫৯৯ ভোট), জান্নাতুল ফেরদৌস চৌধুরী (৫৭১ভোট), দুলাল খান (৫৪১ভোট), সোহেলী চৌধুরী (৫৪১ভোট), দেবাশীষ রায় (৫৩৩), মঞ্জুশ্রী বিশ্বাস (৪৫৩)।
এর আগে সকাল ৯টায় নির্বাচন শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে পাঁচটি প্যানেলে মোট ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments