25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeখেলাডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির সাইক্লোন

ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির সাইক্লোন

Untitled-1 copyচিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম গুজরাত লায়ন্স ম্যাচে এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি এ দুজনের ব্যাটে বলে সাইক্লোন। যার ফলশ্রুতিতে রানের পাহাড়ে বসে হেলায় গুজরাত লায়ন্সকে হারাল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আইপিএলের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তাদের কাছে। রানের পাহাড়ে গুজরাত লায়ন্সকে পিষে দিয়ে গেল তারা। ডি ভিলিয়ার্সের ৫২ বলে অপরাজিত ১২৯ ও কোহলির ৫৫ বলে ১০৯-এর সৌজন্যে আরসিবি ৩ উইকেটে ২৪৮ রান তোলে। জবাবে ১৮.৪ ওভারে মাত্র ১০৪ রানে অল আউট হয়ে যায় গুজরাত লায়ন্স। ১৪৪ রানের বিরাট জয়ের সুবাদে টুর্নামেন্টে সাফল্যের দরজা খোলার একটি সম্ভাবনা তৈরি হল আরসিবির সামনে। ১১টি ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। নেট রান রেট +০.৬২৭। এবার বাকি তিনটি ম্যাচ জিতলে প্লে অফে তৃতীয় বা চতুর্থ দল হিসাবে যেতে পারে তারা।

বিরাট কোহালি ৫৫ বলে ১০৯, বাউন্ডারি ৫, ছক্কা ৮, স্ট্রাইক রেট ১৯৮.১৮/ এবি ডে’ভিলিয়ার্স ৫২ বলে ১২৯ ন.আ, বাউন্ডারি ১০, ছক্কা ১২, স্ট্রাইক রেট ২৪৮.০৭

এ পর্যন্ত আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান ৫ উইকেটে ২৬৩। পুনে ওয়্যারিয়র্সের বিরুদ্ধে এই রেকর্ড রান করেছে আরসিবি-ই। তার কিছুটা কাছাকাছিই আজ পৌঁছে যান কোহলি-ডি ভিলিয়ার্স। কোহলি মারেন ৫টি চার, আটটি ৬। এই নিয়ে একটি আইপিএলে তিনটি শতরানের বিরল কৃতিত্বের অধিকারী হলেন তিনি। ডি ভিলিয়ার্স ১০টি চার, ১২টি ছক্কা মারেন। যদিও শুরুতে ব্যর্থ হন আরসিবির ক্রিস গেইল। মাত্র ৬ রান করেন তিনি।

পাল্টা ব্যাট করতে নেমে ক্রিস জর্ডন, যজুবেন্দ্র চাহলের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে লায়ন্সরা। কিছুটা প্রতিরোধ আসে অ্যারন ফিঞ্চ (২৭)-এর ব্যাটে। জর্ডন ১১ রানে ৪ উইকেট, চাহল ১৯ রানে তিন উইকেট নেন। সচিন বেবীর সংগ্রহ ৪ রানে ২টি উইকেট।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments