ঢাকা ও এর আশেপাশের এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ সোমবার ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সকালে ঢাকাসহ দেশের কিছু অংশে ৫ দশমিক ২ মাত্রার ৫৩ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বলা হয়, সকাল ৯টা ২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস-এর মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরে ১০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।