36 C
Bangladesh
Monday, June 5, 2023
Homeব্যবসাঢাকায় হতে যাচ্ছে অবকাঠামো বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী '৭ম স্যাফকন ২০২২'

ঢাকায় হতে যাচ্ছে অবকাঠামো বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘৭ম স্যাফকন ২০২২’

স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড অবকাঠামোভিত্তিক দেশের বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী ‘৭ম স্যাফকন ২০২২’ আয়োজন করতে যাচ্ছে। যেখানে একই জায়গায় নিরাপদ এবং টেকসই অবকাঠামো নির্মাণ কৌশল, নির্মাণ উপকরণ এবং প্রযুক্তির সমাহার ঘটবে। প্রদর্শনীটির নাম দেয়া হয়েছে ‘পাওয়ার-জেন’। এর সঙ্গে ‘রিনিউঅ্যাবল এনার্জি শো’, ‘ওয়াটার ম্যানেজমেন্ট শো’ এবং ‘সেফ এইচভিএসিআর’ সংযুক্ত রয়েছে।
আগামী ২০ থেকে ২২ অক্টোবর ঢাকার কুড়িল বিশ্ব রোডস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
৭৫ হাজার বর্গফুট জায়গায় অনুষ্ঠিতব্য এই বিটুবি প্রদর্শনীতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি দেশ অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে অবকাঠামো নির্ভর প্রযুক্তি উপর অনেকগুলো সেমিনার ও অধিবেশন থাকবে।
পাওয়ার সেল, ¯্রডো, ইডকল, কোটরা, আশারি-বাংলাদেশ চ্যাপ্টার, গ্রিণ সসোসাইটি অব ইন্ডিয়া, বিসিসিআই, বিসিএসএ, আইএসএইচআরএই, বিআরএএমএ, বাংলাদেশ গ্রিণ বিল্ডিং একাডেমি প্রদর্শনীর সহযোগী অংশীদার হিসেবে রয়েছে।
প্রদর্শনী ২০ থেকে ২২ অক্টোবর প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img