ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম মুজতবা হোছাইন আজ ৪ সোমবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ঢাকাস্থ বাড্ডানগর লেনে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া….. রাজেউন)।
তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এক বিবৃতিতে ড. এ এইচ এম মুজতবা হোছাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
উপাচার্য বলেন, অধ্যাপক ড. এ এইচ এম মুজতবা হোছাইন ইসলামিক স্টাডিজ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছেন। উপমহাদেশে ইসলাম বিষয়ক চিন্তাবিদ এবং চিন্তাধারা বিষয়ে তাঁর বেশ কিছু উল্লেখযোগ্য গবেষণা প্রবন্ধ রয়েছে। উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।