মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদ- বহাল রাখাকে সরকারি ষড়যন্ত্র আখ্যা দিয়ে এর প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে জামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল চলছে। রোববার সকাল ৬ টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে আগামীকাল সোমবার সকাল ৬ টা পর্যন্ত।
বৃহস্পতিবার নিজামীর রিভিউ খারিজ করে মৃত্যুদ- বহালের আদেশ দেওয়ার পরই জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
হরতাল সর্বাত্মকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে চট্টগ্রামে নিরুত্তাপ হরতাল চলছে।
চট্টগ্রাম নগরীর প্রতিটি সড়কেই বাস, টেম্পো, সিএনজি অটোরিকশাসহ প্রায় সব ধরনের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বেশ কিছু প্রাইভেট কারও চলাচল করতে দেখা গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য জানান, জামায়াতের হরতালে নগরবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাস-টেম্পো-সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে সিলেটে ঢিলেঢালাভাবে শুরু হয়েছে জামায়াতের ডাকা হরতাল। আজ রবিবার সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই হরতাল চলছে।
এদিকে খুলনায় হরতাল চলাকালে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অটোরিকশা-ভ্যানসহ হালকা যান চলাচল স্বাভাবিক দিনের মতোই চলছে। প্রাইভেটকারও চলাচল করতে দেখা যাচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র মনিরুজ্জামান মিঠু বলেন, হরতালে নাশকতা ঠেকাতে নগরীর প্রধান সড়কসহ অলিগলিতেও পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। যে কারণে জামায়াত শিবির মাঠে নামতে পারেনি।