24 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeজাতীয়তাদেরকে জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে : খাদ্যমন্ত্রী

তাদেরকে জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে : খাদ্যমন্ত্রী

52-rally-Bangabandhu+Avenue-05012016-0004আজ মঙ্গলবার দশম জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এবং শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন করে, তাদের জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে ।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ তাদের ওপর চাপিয়ে দেওয়া হরতাল-অবরোধ কখনো মেনে নেয়নি। তাদের জাতি প্রত্যাখ্যান করেছে।

যারা বোমাবাজি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।

এর আগে বিকেল ৩টায় সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সোহাগ। এর পর বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আবদুল মতিন খসরু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, এনামুল হক শামীম, বদিউজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত আছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয় পর্যন্ত সমাবেশের জন্য সীমানা বেঁধে দিয়েছে।

এ ছাড়া রাজধানীর রাসেল স্কয়ারেও আরেকটি সমাবেশ করছে আওয়ামী লীগ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments