তুরস্কের একটি টেলিভিশন থেকে ঘোষণা দেয়া হয়েছে, সেনাবাহিনীর একটি অংশ দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে । তবে পাল্টা এক ঘোষণায় নিয়ন্ত্রণ এখনো এরদোগান সরকারের হাতে আছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে প্রকাশিত ভিডিও চিত্র অনুযায়ী তুরস্কের গুরুত্বপূর্ণ স্থাপনার দখল নিয়েছে সেনারা। তবে আল-জাজিরায় প্রেসিডেন্ট এরদোগানের একটি বক্তব্য প্রকাশিত হয়েছে। সেখানে বিদ্রোহকারীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছেন তিনি।
এর আগে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদ্রিম জানিয়েছিলেন, তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ বেআইনি অভিযান শুরু করেছে।তিনি বলেছেন, কোন অনুমতি ছাড়াই সেনাবাহিনীর সদস্যরা ওই অভিযান শুরু করেছে। তবে এটা কোন অভ্যুত্থান নয়।টার্কিশ সরকারে কোন পরিবর্তন হয়নি বলেও তিনি জানান।
কিন্তু তুরস্কের রাজধানী আঙ্কারায় গোলাগুলির হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইস্তানবুলের পুলিশ সদর দপ্তর এলাকাতেও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।ইস্তানবুল বিমানবন্দরের বাইরে ট্যাংক মোতায়েন করা হয়েছে। বসফরাস নদীর দুইপাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং ইস্তানবুলের ফেইথ সুলতান মেহমেত ব্রিজটি বন্ধ করে দেয়া হয়েছে।