24 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeজাতীয়দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রসহ রাস্তায় মন্ত্রি-ক্রিকেটার

দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রসহ রাস্তায় মন্ত্রি-ক্রিকেটার

1425625_527500540760065_4612525984390623205_nঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘পরিছন্ন-২০১৬’  কর্মসূচিকে ঘিরে শনিবার পুরান ঢাকার এক কর্মসূচিতে অংশ নেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোখন এবং জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা।

1425625_527500540760065_4612525984390623205_nকর্মসূচিতে এদের পৃথক বক্তিতায় ‘ঢাকা ক্লিন টুয়েন্টি সিক্সটিন’-কে সামনে রেখে নতুন বছরের নতুন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সবাই পরিকরবদ্ধ হয়ে কাজ করার সুযোগ সৃষ্টিতে জনসাধরণের প্রতি আহ্বান জানান।

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘জাতি হিসেবে আমরা মানসিকভাবে অনেক শক্তিশালী। আমরা চাইলে সবকিছু করা সম্ভব। ঢাকা নগরকে নিজেদের মতো সাজাতে সবাইকে সড়কসহ চারপাশ পরিষ্কার রাখতে হবে৷ এবার আমাদের স্লোগান “ঢাকা ক্লিন-২০১৬”।’
পরিচ্ছন্নতা কর্মসূচিতে  দিন দুপুরে ঝাড়ুহাতে রাস্তায় নেমে পড়েন লোটাস কামালসহ, সাঈদ খোকন ও মাশরাফি বিন মুর্তজা। রাজধানীর অপরিছন্নতাকে শক্তভাবেই বয়কট করতে চান দক্ষিণ মেয়রসহ জাতীয় দলের  ক্রিকেটার মাশরাফি। জনপদকে ভালোবেসে তিনি নেমে পড়েছেন পরিচ্ছন্নতার কাজে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আহ্বানে সাড়া দিয়েই মাশরাফি বিন মর্তুজা করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পোশাক পরে নগরীর রাস্তা পরিষ্কারে অংশ নিয়েছেন। পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে আয়োজিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ উদ্বোধন শেষে নিজেই ঝাড়ু হাতে নেমে পড়েন দক্ষিন সিটির মেয়র সাঈদ খোকন।

অনুষ্ঠান শেষে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের পোশাক গায়ে ঝাড়ু হাতে সড়ক পরিষ্কারে নামেন মাশরাফি, মুস্তফা কামাল, সাঈদ খোকন, প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ডিএসসিসির ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন বিশ্বাস ও আবদুর রহমান মিয়াজী উপস্থিত ছিলেন।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments