24 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeখেলাদরকার ১৯, পর পর ছয় বিশ্বকাপের জয়

দরকার ১৯, পর পর ছয় বিশ্বকাপের জয়

CfKvuQ2UYAIrCwhটি২০ বিশ্বকাপের ফাইনালে টানটান ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফের দ্বিতীয়বারের জন্য ট্রফি জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। রাত গড়িয়ে মধ্যরাত পর্যন্ত ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল অকাল দেওয়ালির। শুধু আলোর রোশনাই নয়, চ্যাম্পিয়ন টিমের ট্রেড মার্ক নাচও মাতিয়ে রেখেছিল দর্শকদের। ক্যারিবিয়ান শিবিরের সেই নাচ চলেছে টিম বাস থেকে ড্রেসিংরুম পর্যন্ত। তাঁরা যে নাচ মাঠে শুরু করেছিলেন, সেই নাচের তালেই কেটেছে তাঁদের পুরো রাত।

‘চ্যাম্পিয়ন’ গানটি গেয়েছেন ক্যারিবিয়ান শিবিরের অল-রাউন্ডার দাওনে ব্র্যাভো, এবং এটা সেই সমস্ত প্লে্য়ারদের উত্সর্গ করা হয়েছে যাঁরা বিশ্বমঞ্চে বড় বড় স্বীকৃতি এনে দিয়েছে দেশকে।

শুধু তাই নয়, তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতল ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অজিদের রাখা ১৪৯ রানের লক্ষ্যমাত্রা সহজেই পার করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেন ক্যারিবিয়ান প্রমীলা বাহিনী।

জয়ের পর আনন্দে আত্মহারা হয়ে পড়ে গোটা ওয়েস্ট ইন্ডিজ শিবির। মাঠেই সেলিব্রেশন শুরু করে দেন টিমের সদস্যারা। সেখানে যোগ দেন ওয়েস্ট ইন্ডিজ পুরুষ টিমও, যারা নিজেরাও ফাইনাল খেলার জন্য মাঠে উপস্থিত হয়েছিলেন। পুরুষ দলের অল-রাউন্ডার ডোয়েন ব্রাভোর লেখা ‘চ্যাম্পিয়ন’ গানের তালে তালে নাচতে দেখা যায় সকলকে।

প্রসঙ্গত, গত ৯ আন্তর্জাতিক মহিলা টি-২০ ম্যাচে এই প্রথম অজিদের হারাল ওয়েস্ট ইন্ডিজ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments