দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজি লস্কর গ্রামে বাঁশঝাড়ের ডগায় থাকা ভিমরুলের চাক ভেঙ্গে তিন শিশুর মৃত্যু হয়।
গত শনিবার বিকেলে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের নিচে বাঁশেরই তৈরি মাচায় বসে আপনমনে খেলছিল তিন বোন। বড়টির নাম হাদিসা, বয়স ছয় বছর। মেজো ফারজানার বয়স চার। আর সবচাইতে ছোট মিমের বয়স এগারো মাস।
হঠাৎ দমকা বাতাসে বাঁশে বাঁশে ঠোকাঠুকি লেগে ভেঙে যায় বাঁশঝাড়ের ডগায় থাকা ভিমরুলের চাকটি।
এরপর হাজার হাজার ভিমরুল এসে ছেঁকে ধরে শিশু তিনটিকে। তাদের আর্ত চিৎকারে ছুটে যান তাদের মা তানজিনা বেগম এবং তাকেও ছেঁকে ধরে ভিমরুলের দল।
প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিন বোনের মৃত্যু ঘোষণা করেন। সেই সাথে শিশুর মা তানজিনা বেগম মারাত্মক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।