27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeবিনোদনদীপিকার হলিউড ছবির প্রথম ট্রেলারে বাজিমাত

দীপিকার হলিউড ছবির প্রথম ট্রেলারে বাজিমাত

maxresdefaultমাত্র দু’দিন আগেই ছবির টিজার হইচই ফেলে দিয়েছিল। এবার মুক্তি পেল দীপিকা পাডুকোননের হলিউড ছবি ‘xXx’-এর প্রথম ট্রেলার।  বহু মাসের অপেক্ষার শেষে দীপিকা অভিনীত ‘xXx: The Return of Xander Cage’-এর ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিয়েছে উত্তেজনার পারদ। এর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে ছবিটির পোস্টার এবং টিজার শেয়ার করেছিলেন এবার শেয়ার করলেন ছবির ট্রেলারও। ট্রেলারে চোখ ধাঁধানোর অবতারে দেখা যাবে ফিট দীপিকাকে। অ্যাকশন ছবিতে এই প্রথম দেখা যাবে তাঁকে। এই ছবির জন্যে কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করেছেন দীপিকা। ২০১৭ সালের ৩০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবিটি। ট্রেলারটি দেখতে ক্লিক করুন

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments